চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরিসহ নানা অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার নগরের জামাল খান ও আন্দরকিল্লা এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, অপরিচ্ছন্ন নোংরা ফ্রিজে ঝাল খাবার সংরক্ষণ করা ও বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার করার অপরাধে জামাল খান রোডের রহমানিয়া কুলিং কর্নারকে ২৫ হাজার টাকা, ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় জিলাপির সিরায় মশা, মাছি, ধুলোবালি পড়ে দুষিত হচ্ছে এবং অবৈধ ভাবে ফুটপাত দখল করার অপরাধে আন্দরকিল্লার কেন্ডিকে ১০ হাজার টাকা এবং ফার্মেসিতে বিক্রির জন্য মেয়াদবিহীন তরল রাখা ও হালনাগাদ লাইসেন্স না থাকায় জামাল খানের মনিষা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম