চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকার টাটকা লাইভ বেকারিকে বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ব্রেড, বিস্কুট, কেক ইত্যাদি বেকারি পণ্য উৎপাদন করায় একটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় অভিযানের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌ. মো. আবদুর রহিম, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. সজীব চৌধুরী প্রমুখ।
বিএসটিআই থেকে জানানো হয়, ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুসারে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এএম