চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী (৩৮) মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমরান ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত একটার দিকে এমরান ও আরিফ নামের তার আরেক প্রতিবেশী মোটরসাইকেলে করে চারিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় পেছনে থাকা বেপরোয়া গতির একটি কাঠবোঝাই চাঁদের গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তারা ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত এমরানকে চট্টগ্রামের একটি হাসপাতালে এবং আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা এমরানকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
হাটহাজারীর নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, অভিযুক্ত চাঁদের গাড়িটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম