পাহাড়ে দরিদ্র জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টায় রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের সহায়তা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এসময় তিনি বলেন, পাহাড়ের জনগোষ্ঠীরা পিছিয়ে পড়েনি। তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে মানুষ জিম্মি হয়ে আছে। সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু রাতের বেলায় আমাদের কাছে আসছে। আমরা তাদের আশ্বস্ত করছি দিনের বেলায় আসেন কিছু হবে না।
তিনি আরও বলেন, সেনাবাহিনী দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। কিন্তু ইউপিডিএফ সেনাবাহিনীর সহায়তা নিতে দিচ্ছেনা। এসব সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে স্থানীয়দের হুমকি দিয়ে রাখছে। যাতে সাধারণ মানুষ উন্নত না হয়। সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড অসহায় মানুষের জন্য অব্যাহত ছিল। আগামীতেও এই ধারা সমুন্নত রাখা হবে বলেও জানান তিনি।
এসময় রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, স্থানীয় ইউপি সদস্য মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পুর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, হারাঙী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দুই শতাধিক অসহায় পরিবারকে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক ।
বিডি প্রতিদিন/কামাল