ব্রাজিলের সবচেয়ে সম্পদশালী নগরী সাও পাওলোর মারিও দে আন্দ্রাদে লাইব্রেরি থেকে বিখ্যাত ফরাসি শিল্পী অঁরি মাতিসের আটটি মূল্যবান খোদাই কর্ম চুরি হয়ে গেছে। রবিবার শহরটির কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। খবর ফ্রান্স২৪।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই জন সশস্ত্র ব্যক্তি লাইব্রেরিতে ঢুকে মাতিসের আটটি খোদাই কর্ম ও ব্রাজিলিয়ান শিল্পী ক্যান্ডিদো পোরতিনারি’র পাঁচটি শিল্পকর্মও নিয়ে যায়।
পুলিশ এক বিবৃতিতে জানায়, দুর্ধর্ষ এই চোরেরা লাইব্রেরির এক নিরাপত্তারক্ষী ও সেখানে অবস্থানরত এক প্রবীণ দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা নথিপত্র সংরক্ষণের কাঁচঘেরা গম্বুজের ভেতরে প্রবেশ করে শিল্পকর্মগুলো একটি ক্যানভাস ব্যাগে ভরে প্রধান ফটক দিয়ে পালিয়ে যায়।
চুরি যাওয়া শিল্পকর্মগুলোর আর্থিক মূল্য এখনও প্রকাশ করা হয়নি। এগুলো ছিল ‘ফ্রম দ্য বুক টু দ্য মিউজিয়াম’— শীর্ষক আধুনিক শিল্পকলা প্রদর্শনীর অংশ, যা সাও পাওলো মডার্ন আর্ট মিউজিয়াম ও লাইব্রেরির যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল।
ফোলিয়া দে সাও পাওলো পত্রিকার তথ্য অনুযায়ী, মাতিসের ‘জ্যাজ’ (১৯৪৭) শিল্পগ্রন্থে থাকা কোলাজ ছাপাগুলোও চুরি হওয়া শিল্পকর্মের মধ্যে রয়েছে। রবিবারই এই প্রদর্শনী শেষ হওয়ার কথা ছিল।
সাও পাওলো মেয়র কার্যালয় জানায়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। লাইব্রেরিটিতে সিসিটিভি নজরদারি ব্যবস্থা রয়েছে বলেও তারা নিশ্চিত করেছে।
প্যারিসের ল্যুভর জাদুঘরে একদল ডাকাত ঢুকে কয়েক মিনিটের মধ্যে প্রায় ১০ কোটি ডলারের অলংকার চুরি করে নিয়ে যাওয়ার প্রায় দুই মাস পর এই ঘটনা ঘটলো।
এর আগে ১৯১১ সালে ল্যুভর থেকে বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ চিত্রকর্ম চুরি হয়, যা দুই বছর পর উদ্ধার করা সম্ভব হয়েছিল।
বিডি-প্রতিদিন/জামশেদ