ভারী বর্ষণের কারণে বুধবার গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। রাত পোহানোর আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে ভূখণ্ডের বেশ কয়েকটি অঞ্চলের বহু তাঁবু পানিতে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এবং মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী, কিছু তাঁবুর মধ্যে পানির উচ্চতা ৪০ সেন্টিমিটারের বেশি হয়ে গেছে। ফলে তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলি মারাত্মক দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয় ইতোমধ্যে চরম মানবিক সংকটে থাকা ফিলিস্তিনিদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক ভিডিও বিবৃতিতে বর্তমান খারাপ আবহাওয়ার কারণে একটি আসন্ন মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গাজায় শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।
বাসাল আরও উল্লেখ করেছেন, গাজার ২৪ লক্ষ বাসিন্দার জন্য যে পরিমাণ সাহায্যের প্রয়োজন, বর্তমানে সেখানে প্রবেশ করা সাহায্য সামগ্রী তার তুলনায় খুবই অপ্রতুল। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবারই গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছিল যে, বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটি পোলার নিম্নচাপ গাজাকে প্রভাবিত করবে, যা লাখ লাখ বাস্তুচ্যুত পরিবারের জন্য বিপদ ডেকে আনবে।
সূত্র: টিআরটি
বিডি প্রতিদিন/নাজমুল