ভারি বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের সাথে ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী ঝড় ‘বায়রন’। এতে উপত্যকার লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি নতুন দুর্যোগের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
গাজার সরকারি মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই দুর্যোগের মুখে পড়তে পারেন গাজাবাসী। এক বিবৃতিতে বলা হয়েছে, অগণিত ফিলিস্তিনি এক বছরেরও বেশি সময় ধরে জীর্ণ তাঁবুতে বসবাস করছেন। তাদের যন্ত্রণাদায়ক অবস্থার কোনও শেষ দেখা যাচ্ছে না।
সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকা বিরূপ আবহাওয়ার মুখোমুখি হচ্ছে, যা তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী হাজার হাজার পরিবার দুর্যোগের মুখে পড়তে পারে। এমনিতেই তীব্র ঠান্ডা ও ঝড় থেকে সুরক্ষার ব্যবস্থা নেই আশ্রয়স্থলগুলোতে।
বিডি-প্রতিদিন/শআ