যুক্তরাষ্ট্রের একজন রিপাবলিকান কংগ্রেসম্যান সম্প্রতি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) থেকে দেশটির সদস্যপদ প্রত্যাহার করার জন্য একটি বিল পেশ করেছেন। কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি ন্যাটোকে শীতল যুদ্ধের স্মৃতিচিহ্ন এবং আমেরিকান করদাতাদের উপর ট্রিলিয়ন ডলারের বোঝা বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার ম্যাসি যুক্তি দেন, এই সামরিক জোটটি দীর্ঘকাল আগে বিলুপ্ত হওয়া সোভিয়েত ইউনিয়নের মোকাবিলা করার জন্য তৈরি হয়েছিল এবং করদাতাদের অর্থ দেশের অন্য খাতে ব্যয় করা উচিত।
তিনি বলেন, আমাদের ন্যাটো থেকে সরে আসা উচিত এবং সেই অর্থ আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে ব্যবহার করা উচিত, সমাজতান্ত্রিক দেশগুলোকে নয়... যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণে করদাতাদের ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে এবং এর ফলে বিদেশি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে... আমেরিকার উচিত নয় বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার চাদর হওয়া; বিশেষ করে যখন ধনী দেশগুলি তাদের নিজেদের প্রতিরক্ষার জন্য অর্থ দিতে অস্বীকার করছে।
এই বিলটি পাস হলে মার্কিন সরকারকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোকে সদস্যপদ শেষ করার অভিপ্রায় জানাতে হবে এবং জোটের যৌথ বাজেটের জন্য আমেরিকান তহবিলের ব্যবহার বন্ধ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বেশ কিছু রিপাবলিকান মিত্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ওয়াশিংটন ন্যাটোর জন্য তার ন্যায্য হিস্যার চেয়ে অনেক বেশি অর্থ প্রদান করে। ইইউ সরকারগুলোর প্রতিরক্ষা ব্যয়ের ঘাটতির কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প একসময় সতর্ক করেছিলেন যে সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে ইউএস ন্যাটোর খেলাপি সদস্যদের রক্ষা না করার সিদ্ধান্ত নিতে পারে।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল