তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গাজায় ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ এবং ধ্বংসলীলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় চলমান গণহত্যা বিশ্বব্যাপী মূল্যবোধকে দুর্বল করছে এবং শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকা পুনর্গঠনে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যায় ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এটাই প্রমাণ করে যে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে নৃশংসতা অব্যাহত রয়েছে।
জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার ৭৭তম বার্ষিকীতে তুর্কি জাতি এবং সমগ্র মানবতাকে অভিনন্দন জানিয়ে এরদোয়ান বলেন, এই গুরুত্বপূর্ণ দলিলটি মানবজাতির সম্মিলিত মূল্যবোধ এবং অর্জনকে তুলে ধরে এবং জন্মগতভাবে প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষার বৈশ্বিক অঙ্গীকার বজায় রেখেছে।
তবে তিনি উল্লেখ করেন, এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত নিয়ম ও নীতিগুলো বিশ্বের অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে এবং শান্তি ও ন্যায়বিচারের মতো ধারণাগুলো ক্রমাগত গুরুত্ব হারাচ্ছে। এরদোয়ান বলেন, গাজাকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা সমগ্র মানবতার সম্মিলিত দায়িত্ব।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির পথ নিহিত রয়েছে তুরস্কের অংশগ্রহণে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিকে শক্তিশালী করার মাধ্যমে এবং দুই-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইসরায়েল আইন-শৃঙ্খলার প্রতি তার অবজ্ঞা অব্যাহত রেখেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে, যাতে ১১ই অক্টোবরের পর থেকে কমপক্ষে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে গাজাকে আবার সংঘাতে টেনে না নেওয়া হয়।
সূত্র: টিআরটি
বিডি প্রতিদিন/নাজমুল