জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর হৃদ্যন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় গত শনিবার সন্ধ্যায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসার পর এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আগামী বুধ বা বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেতেও পারেন তিনি।
নচিকেতার মেয়ে ধানসিড়ি চক্রবর্তী বলেন, 'বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল। দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ভয় কেটে গেছে।
নচিকেতার ভাই আর্যদেব বলেন, দাদা সবার সঙ্গে কথা বলছেন, বই পড়ছেন। নিজের মুখে খাবারও খেয়েছেন।
হাসতে হাসতে আর্যদেব আরও বলেন, 'দাদা তো এখনই গানের অনুষ্ঠানে ফিরতে চাইছেন। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে।'
গত শনিবার রাতে হঠাৎ বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট শুরু হয় নচিকেতার। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় কোলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে। পরীক্ষা করে তার হার্টে ব্লকেজ ধরা পড়ে। তখনই অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরে পরিবারের সম্মতিতেই হৃদযন্ত্রে দুটো স্টেন্ট বসানো হয়েছে।
সূত্র: আনন্দবাজার
বিডি-প্রতিদিন/এমই