বড় অঙ্কের পারিশ্রামিক আর কাজের সময় নির্ধারণের দাবিতে সমালোচনায় মুখর হয়েছিলেন দীপিকা পাডুকোন। এসময় অনেকে তার পক্ষে কথা বলেছেন। তবে নতুন করে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন।
বলিউডের দুই সুপারস্টার ভিকির সাথে একসঙ্গে একটি মহাকাব্যিক ছবিতে দেখার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক ছবি ‘মহাবতার’র প্রধান নারী চরিত্রের জন্য দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়। যদি এই সহযোগিতা বাস্তবায়িত হয়, তবে এটি হবে পর্দায় তাদের প্রথম যুগলবন্দি।
গত বছরের নভেম্বরে যখন এই বিশাল বাজেটের ছবিটির ঘোষণা করা হয়। তখনই এটি খবরের শিরোনামে আসে। ছবিতে ভিকি কৌশলকে চিরঞ্জীবী যোদ্ধা পরশুরামের ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি প্রযোজনা করছেন দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস, যা 'স্ত্রী' ফ্র্যাঞ্চাইজির মতো হিট ছবির জন্য পরিচিত। প্রাথমিক ঘোষণা অনুযায়ী, ছবিটি ২০২৬ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে ব্যাপক প্রাক-প্রোডাকশনের কাজের জন্য এটি পিছিয়ে যেতে পারে। প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের অফিসের বাইরে দীপিকাকে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা শুরু হয়।
প্রযোজক সূত্রে জানা গেছে, পরশুরামের চরিত্রের বিপরীতে এমন একজন অভিনেত্রীকে খোঁজা হচ্ছে, যিনি চরিত্রে গুরুত্ব ও গভীর আবেগ ফুটিয়ে তুলতে পারবেন। নির্মাতাদের মতে, দীপিকা এই মাপকাঠিতে নিখুঁতভাবে মানানসই। যদিও ‘মহাবতার’ মূলত পরশুরামের গল্প, তবুও নারী চরিত্রটির গ্রাফ অত্যন্ত শক্তিশালী এবং গল্পে তাঁর সমান গুরুত্ব থাকবে।
পরিচালক অমর কৌশিক শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন যে এই চরিত্রে এমন কাউকে নেওয়া হবে যিনি আখ্যানে নায়কের সঙ্গে সমতুল্য স্থান পাবেন। আর এই চ্যালেঞ্জিং চরিত্রের জন্য দীপিকার মতো দক্ষ অভিনেত্রী তাদের প্রথম পছন্দ। তবে অভিনয়ের বিষয়ে দীপিকার কাছ থেকে সবুজ সংকেত মিলছে কিনা– তা এখনও স্পষ্ট করেননি নির্মাতারা।
বিডি প্রতিদিন/কামাল