বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন। গত ৮ নভেম্বর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হৃদরোগের জটিলতার কারণে বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় তার। তবে স্বস্তির খবর- মাত্র সাত দিন পরই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানায়, প্রেম চোপড়ার হার্টের ভালভে সমস্যা ধরা পড়ে। চিকিৎসকেরা আধুনিক পদ্ধতিতে তার অ্যাওর্টিক ভালভ প্রতিস্থাপন করেন। ‘ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন’ নামের এই পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারি ছাড়াই ভালভ বদলানো যায়।
এখন কেমন আছেন অভিনেতা? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তার জামাতা ও অভিনেতা শরমন জোশী। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রেম চোপড়ার চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন।
শরমন লেখেন, ‘হৃদরোগ বিশেষজ্ঞ নীতিন গোখলে এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট রবীন্দ্র সিং রাওয়ের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। তারা অত্যন্ত যত্নসহকারে বাবার চিকিৎসা করেছেন। এখন বাবা বাড়িতে এবং সুস্থভাবে সময় কাটাচ্ছেন।’
উল্লেখ্য, প্রেম চোপড়া অ্যাওর্টিক স্টেনোসিস রোগে ভুগছিলেন-যা এক ধরনের ভালভুলার হার্ট ডিজিজ। এই রোগে হৃদপিণ্ডের অ্যাওর্টিক ভালভ সংকুচিত হয়ে যায় এবং শরীরের অন্যান্য অংশে রক্তপ্রবাহ ব্যাহত হয়। এতে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
চিকিৎসা সফল হওয়ায় তার ভক্ত ও পরিবার এখন বেশ স্বস্তিতে।
বিডি-প্রতিদিন/তানিয়া