গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত অপেরা ও গসপেল গায়ক জুবিল্যান্ট সাইকস তার ক্যালিফোর্নিয়ার বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। এ ঘটনায় জড়িতের সন্দেহে মঙ্গলবার তার ৩১ বছর বয়সী ছেলে মিকা সাইকসকে গ্রেফতার করেছে পুলিশ।
সান্তা মনিকা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাতে তাদের কাছে ৯১১ থেকে একটি কল আসে, যাতে বাড়িতে একটি আক্রমণের খবর দেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা সান্তা মনিকার সেই বাড়িতে গিয়ে জুবিল্যান্ট সাইকসকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসকরা এসে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানিয়েছে, সাইকসের ছেলে মিকা সেই বাড়িতেই ছিলেন এবং কোনো বাধা ছাড়াই তাকে হেফাজতে নেওয়া হয়। এই ঘটনায় ব্যবহৃত একটি অস্ত্রও পুলিশ উদ্ধার করেছে এবং বর্তমানে তদন্ত চলছে।
পুলিশ বিবৃতিতে বলেছে, ঘটনার পারিপার্শ্বিকতা এখনো তদন্তাধীন। সন্দেহভাজনকে হত্যার অভিযোগে আটক করা হবে এবং মামলাটি লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে বিবেচনার জন্য পেশ করা হবে।
এ ঘটনায় মিকা সাইকসের পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
১৯৫৪ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন জুবিল্যান্ট সাইকস। তিনি তার কর্মজীবনে বিশ্বের নামীদামি মঞ্চে গান গেয়েছেন, যার মধ্যে রয়েছে মেট্রোপলিটন অপেরা, ডয়চে অপেরা বার্লিন, কার্নেগি হল, লন্ডনের বার্বিকান সেন্টার, কেনেডি সেন্টার, অ্যাপোলো থিয়েটার এবং হলিউড বোল।
২০১০ সালে লিওনার্ড বার্নস্টাইনের মাস অপেরায় ‘সেলিব্র্যান্ট’ চরিত্রে দুর্দান্ত পরিবেশনার জন্য গ্র্যামি পুরস্কারে সেরা ক্লাসিক্যাল অ্যালবাম বিভাগে মনোনীত হন তিনি।
ছোটবেলায় সোপরানো এবং পরে বারিটোন হিসেবে গান গেয়েছেন সাইকস। তিনি অপেরা ছাড়াও জ্যাজ এবং গসপেল সংগীতেও পারদর্শী ছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কেএইচটি