চলতি বছরটি ছিল শাহরুখ খানের। এবছর ঝুলিতে একের পর এক সফলতা ধরা দিয়ে কিং খানের। ব্যক্তিগত জীবনে ছুঁয়েছেন একাধিক মাইলস্টোন। তার তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি ঘটেছে।
এছাড়াও সম্পত্তির নীরিখে প্রথমবার ১০ হাজার কোটির গণ্ডি পেরিয়ে বিশ্বের তাবড় ধনকুবেরদের তালিকায় নাম লিখিয়েছেন শাহরুখ। এবার বলিউড বাদশার মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। নিউ ইয়র্ক টাইমসের ৬৭ জন সবচেয়ে স্টাইলিস্ট তারকাদের তালিকায় নাম রয়েছে কিং খানের।
চলতি বছরের মে মাসে নিউ ইয়র্কের মেট্রো পলিটান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে আয়োজিত মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে যোগ দিয়েছিলেন কিং। আর সেই লাল গালিচায় হেঁটেই ইতিহাস গড়লেন বলিউড সুপারস্টার। নেপথ্যে খ্যাতানামা বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পশ্চিমী ছোঁয়ার মিশেলে কিং খানের জন্য ‘বন্ধ গলা’ পোশাক তৈরি করেছিলেন সব্যসাচী। আর কিং স্টাইলেই পশ্চিমী সিনেদুনিয়ার রাতের ঘুম ওড়ান শাহরুখ। সেই মেট গালা অধ্যায়ের হাত ধরেই এবার প্রথম ভারতীয় হিসেবে নয়া রেকর্ড গড়লেন বলিউড বাদশা। এই প্রথমবার নিউ ইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ ক্যালেন্ডারে কোনও ভারতীয় তারকার নাম ঠাঁই পেল।
এই প্রথমবার নিউইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ ক্যালেন্ডারে কোনও ভারতীয় তারকার নাম স্থান পেয়েছে। প্রথমবার মেট গালাতে হেঁটে এরকম মাইলস্টোন ছোঁয়ার ঘটনা আগে কখনও দেখা যায়নি।
উল্লেখ্য, এবারের মেট গালায় প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দিয়েছিলেন তারকারা। এমন উদ্যোগেরও প্রশংসা করেছিলন শাহরুখ খান।
বিডি প্রতিদিন/কামাল