নারায়ণগঞ্জে ছাত্র-জনতার মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই সাথে অনুষ্ঠানটি ছাত্র, যুবক, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষে পরিপূর্ণ হয়ে উঠে। অনুষ্ঠানে মাসুদুজ্জামান তার রাজনৈতিক দর্শন, ব্যক্তিগত জীবনের সংগ্রাম ও নারায়ণগঞ্জের প্রতি আজীবনের দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
একই সাথে মাসুদুজ্জামান নারায়ণগঞ্জের ভবিষ্যৎ উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, শিক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটি বিস্তৃত ও সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন।
বক্তব্য রাখতে গিয়ে মাসুদুজ্জামান বলেন, এই শহরই আমার পরিচয়, এই শহরই আমার শক্তি-তাই এটিকে আরও আধুনিক, উন্নত, নিরাপদ ও কর্মমুখী শহর হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। বন্দরকে আধুনিক শিল্প ও লজিস্টিক্স হাবে রূপান্তর, নারায়ণগঞ্জকে শিক্ষার কেন্দ্র, নতুন কর্মসংস্থান সৃষ্টি, ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যানজট নিরসন, পরিবেশ ও নদী রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত, আর রাজনীতি ক্ষমতার হাতিয়ার নয়- জনকল্যাণের মাধ্যম; আমার শেষ নিঃশ্বাসও যেন মানুষের সেবায় ব্যয় হয়। জনতা আগে, নেতা পরে। এটাই তারেক রহমানের স্বপ্ন এবং তার নিজের রাজনৈতিক নীতি। আপনাদের ভালোবাসাই আমার শক্তি, আস্থাই আমার অনুপ্রেরণা। নারায়ণগঞ্জের উন্নয়নে জীবন উৎসর্গ করতে চাই।
বিডি প্রতিদিন/হিমেল