বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দলীয় প্রতীক ধানের শীষ নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের মার্কা ধানের শীষ। তাকে আগামীতে প্রধানমন্ত্রী করতে হলে ধানের শীষকে ৩০০ আসনের মধ্যে অধিকাংশ আসনে বিজয়ী করতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, এবারের ভোটটা কঠিন। একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তারেক রহমান দেশের বাইরে আছেন, আমরা তার অপেক্ষায় আছি। অসুস্থ মা দেশে থাকলে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়সহ দলীয় নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সুজন