আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
বুধবার ফুলপুর উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ডের কুড়েরপাড়ে ধানের শীষের জয়ের লক্ষ্যে গণসংযোগ করেন মোতাহার হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।
এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত