বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি ২৫ আসনে এখন পর্যন্ত নির্বাচিত হয়েছেন। কখনো তিনি পরাজিত হননি। শেখ হাসিনা সব সময় চেয়েছিল, তিনি যেন জাতীয় নির্বাচন না করতে পারেন। কিন্তু আল্লাহ তাকে নির্বাচনের জন্য যোগ্য করার ব্যবস্থা করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত দোয়া-মোনাজাত ও নির্বাচনী কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সরোয়ার বলেন, হঠাৎ করেই দুঃসংবাদ এলো, নেত্রীর অবস্থা খারাপ, সংকটাপন্ন। তার জন্য সবাই দোয়া করবেন। সেদিন দেখলাম জয় নিজে তার স্টেটমেন্টে বলছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার-নির্যাতন করার কথা। তাকে বিনা কারণে মিথ্যে মামলায় জেলখানায় আটকে রাখা হয়েছিল। অথচ তিনি (বেগম খালেদা জিয়া) রাজপথে ৯ বছর আন্দোলন করে দেশের মানুষকে পার্লামেন্টারি গণতন্ত্র উপহার দিয়েছেন, আমাদের নেত্রী আপসহীন।
তিনি আরও বলেন, বিগত সময়ে নির্বাচনে আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করেছে। কিন্তু এখন তারা মাঠেই নেই। যেখানে বিএনপি শক্তিশালী সেখানে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়ে, মামলা দিয়ে নেতাকর্মীদের বিগত সময়ে হয়রানি করা হয়েছে। এইভাবে তারা সারা বরিশালে উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের সময় অনাচার-অত্যাচার করেছে। এমনিতে তারা প্রশাসনকে হাতে নিয়ে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে আঁতাত করেছে।
বিএনপির এই এমপি প্রার্থী বলেন, জনতার শক্তি যে কত বড় তা আওয়ামী লীগ বুঝেছে। আবাবিল পাখির থেকেও আল্লাহর কাছে অনেক বেশি যন্ত্র আছে, যা অল্পতেই বেশি করে ফেলে। তিনশ এমপি, কয়েকশ উপজেলা চেয়ারম্যান, ৬৪ জন জেলা পরিষদ চেয়ারম্যান, কয়েক হাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগসহ সবকিছু ব্যবহার করেছে। কিন্তু জনতার সামনে কোনোকিছু টেকে না।
অনুষ্ঠানে বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি