ধানের শীষের পক্ষে ‘ডোর টু ডোর’ প্রচারণায় নেমেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি সিলেট নগর ও সদর উপজেলার বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
প্রচারণাকালে খন্দকার মুক্তাদির বলেন, দেশের মানুষের আস্থার মার্কা ধানের শীষ। এই ধানের শীষ উন্নয়নের প্রতীক। বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ধানের শীষ তথা বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি বিজয়ী হলে পরে একটি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সিলেট উপহার দিবো।’
চলমান প্রচার-প্রচারণার অংশ হিসেবে বুধবার সিলেট মহানগরের বন্দরবাজার, ব্রহ্মময়ী বাজার, হাসান মার্কেট, রেজিস্টারি অফিসসহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক জিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, হাসান মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মো. সাহেদ বকস, সিরাজুল ইসলাম, মো. এরসাদ আলম, রাজীব আহমদ ও মো. হানিফ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই