বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, দেশবাসী এখন যথাসময়ে নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যথাসময়ে নির্বাচন হলে জনগণ স্বস্তি ও আস্থা ফিরে পাবে।
রবিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের মিঠাপুর নতুন ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, গত ১৭ বছর দেশে প্রকৃত নির্বাচন হয়নি, জনগণ ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার পর মানুষ এখন অবাধ, সুষ্ঠু ও সময়মতো নির্বাচনের অপেক্ষায় আছে। সময়মতো নির্বাচন হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।
তিনি জানান, বিএনপি নির্বাচনী প্রস্তুতিতে মাঠে রয়েছে এবং জনগণের সহযোগিতায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়।
আমানউল্লাহ আমান বলেন, আমি ছাত্র অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। আপনাদের ভোটে কেরানীগঞ্জ থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছি। যখন প্রথমবার এমপি হই, তখন কেরানীগঞ্জে মাত্র আধা কিলোমিটার পাকা রাস্তা ছিল।
তিনি আরও বলেন, একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময়ে আমরা কেরানীগঞ্জে ১৮২টি ব্রিজ নির্মাণ করেছি। রাস্তা–ঘাট, কালভার্ট, মসজিদ, মন্দির, বিদ্যালয়—যে কোনো সেক্টরেই বিএনপির উন্নয়নের ছোঁয়া নেই এমন জায়গা নেই।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন