৯টি বাম দলের সমন্বয়ে গঠিত মোর্চা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বরিশাল বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নগরীর সদর রোড কীর্তনখোলা মিলনায়তনে ওই মতবিনিময় সভা হয়।
এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট বরিশাল জেলার সমন্বয়কারী ও বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মীরন। বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মোশতাক আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হারুনর রশীদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্ত্তী প্রমুখ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বের উল্লাহ, বাসদ বরিশাল জেলা বর্ধিত ফোরামের সদস্য আবুল কালাম মাস্টার, সিপিবি পটুয়াখালী জেলা শাখার প্রাক্তন সভাপতি মোতালেব মোল্লা, সিপিবি ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সিপিবি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিসলু প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ