পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী এ রিট করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইজিপি বাহারুল আলমকে রিটে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী জুলফিকার আলী জানান, এ রিটের ওপর আগামী সপ্তাহে বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। তিনি বলেন, ‘সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর একটি বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা এ রিট করেছি। পিলখানা হত্যাকাণ্ডের সময় তিনি তৎকালীন এসবির দায়িত্বে ছিলেন। যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয়, সেহেতু এ অবস্থায় উনাকে দায়িত্বে রাখলে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে। এজন্য আমরা উনাকে বরখাস্তের পাশাপাশি আইনের আওতায় আনতে গ্রেপ্তার চেয়ে রিটটি করেছি।’ পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের ভিতরে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।