সচিবালয় ভাতার দাবিতে কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে টানা ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর গতকাল রাতে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়েন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গতকাল রাত ৮টা ১২ মিনিটে তিনি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন। এদিকে আজকের মধ্যে কর্মচারীদের ভাতার দাবির ব্যাপারে সরকারি আদেশ দেওয়া হবে এমন আশ্বাসে আন্দোলনরত কর্মচারীরা এদিনের মতো কর্মসূচি স্থগিত করেন বলে জানা গেছে। এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে। আন্দোলনকারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন সেøাগান দেন।
২০ শতাংশ ভাতার দাবিতে গতকাল দুপুর আড়াইটার দিকে কর্মচারীরা সচিবালয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় কক্ষের ভিতরে থাকা অর্থ উপদেষ্টা অবরুদ্ধ হয়ে পড়েন। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখার সময়ও তারা সেখানেই ছিলেন। এ সময় অর্থ উপদেষ্টার অফিস সময় শেষ হলেও বের হতে পারেননি। তিনি কক্ষের ভিতরেই ছিলেন।
সরেজমিন দেখা যায়, অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে স্লোগান দেন কর্মচারীরা। সচিবালয় ভাতার জন্য তারা সরকারি আদেশ চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। কর্মকর্তারীদের কয়েকজন বলেন, তারা সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন করছেন এবং আজকের (গতকাল) মধ্যে তারা এ গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের দাবি, অফিসের নির্ধারিত সময়ের পরও অনেক রাত পর্যন্ত উপদেষ্টারা কার্যালয়ে দায়িত্ব পালন করেন। এ সময় তাদেরও থাকতে হয়। এমনকি কখনো কখনো সরকারি ছুটির দিনেও অফিস করতে হয়। এ রকম ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরে ভাতার প্রচলন থাকলেও সচিবালয়ের কর্মচারীরা এই অতিরিক্ত সময়ের কোনো রকম ভাতা পান না। এজন্য তারা ২০ শতাংশ হারে ভাতার দাবি করেন। এ চাওয়াকে তারা যৌক্তিকও বলে মনে করেন। আন্দোলনের কারণ ব্যাখ্যা করে একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বলেন, ‘সচিবালয়ে কর্মরত সব ধরনের কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে এই আন্দোলন চলছে। উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ আমাদেরও থাকতে হয়।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় ভাতার দাবি দীর্ঘদিনের। গত মার্চে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অর্থ মন্ত্রণালয়ে দেওয়া এক আবেদনে জানায়, সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ছুটির দিনসহ অফিস সময়ের পরও অতিরিক্ত কাজ করতে হয়। এ জন্য সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত আর্থিক সুবিধা অর্থাৎ রেশন কিংবা সচিবালয় ভাতা দেওয়া হয় না। পক্ষান্তরে বিভিন্ন দপ্তর/অধিদপ্তর/সংস্থার প্রায় ৮ লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী রেশনের পাশাপাশি বিশেষ ঝুঁকি ভাতাও পান।