যুক্তরাষ্ট্রের পর এবার উত্তর আমেরিকার দেশ মেক্সিকো ভারতের ওপর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। অভ্যন্তরীণ শিল্প এবং উৎপাদনকারীদের সুরক্ষা দিতে মেক্সিকো সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নীতি কার্যকর হবে। নতুন এই শুল্কের ফলে ভারত থেকে মেক্সিকোতে বছরে প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকির মুখে পড়েছে।
জানা গেছে, মেক্সিকোর সঙ্গে যাদের কোনো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নেই, সেইসব দেশের পণ্যই এই নতুন শুল্কের আওতায় আসবে। তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো দেশ।
মেক্সিকান দৈনিক এল ইউনিভার্সাল-এর প্রতিবেদন অনুযায়ী, এই শুল্কের আওতায় আসা প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে অটো পার্টস, হালকা গাড়ি, পোশাক, বস্ত্র, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালী সরঞ্জাম, খেলনা, আসবাবপত্র, জুতো, চামড়াজাত পণ্য, মোটরসাইকেল এবং প্রসাধনী সামগ্রী। এর ফলে ভারতে তৈরি গাড়ি রপ্তানিতে বড় ধাক্কা লাগবে। বর্তমানে যেখানে ২০ শতাংশ শুল্ক দিতে হয়, তা এক লাফে বেড়ে ৫০ শতাংশ হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফোক্সওয়াগন, হুন্ডাই, নিসান এবং মারুতি সুজুকির মতো ভারতের প্রধান গাড়ি রপ্তানিকারক সংস্থাগুলির শিপমেন্ট উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে। মেক্সিকো হলো দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের পরে ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানির বাজার।
বিডি প্রতিদিন/নাজমুল