চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্বাচন, দক্ষতা উন্নয়ন এবং সঠিক ক্যারিয়ারের দিক নির্দেশনা নিয়ে ‘ক্যারিয়ার গাইডেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে এই ক্যারিয়ার গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আধুনিক ক্যারিয়ার সম্ভাবনা, প্রয়োজনীয় দক্ষতা, চাকরির বাজারে প্রতিযোগিতা ও প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ রাবার বোর্ডের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মুনতাসির জাহান, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসেন সায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুল আজম হজরত বাবা ভাণ্ডারী (ক.) অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিজন কুমার শীল, সমীরণ বড়ুয়া, এস এম একরামুল হক, অনুপম চৌধুরীসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্তব্যে অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী বলেন, বর্তমান বিশ্বে দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, সময়োপযোগী দক্ষতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা- এই বিষয়ে শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এই সেমিনার।
বিডি-প্রতিদিন/জামশেদ