সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
রাশেদ খান বলেন, ‘আমাদের ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল আসিফ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলনসহ সব লড়াই-সংগ্রামে সে রাজপথে ছিল। এজন্য তাকে অনেক নির্যাতনের শিকারও হতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসিফের সঙ্গে আমাদের কথা চলছে। এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে—এ নিয়ে আলাপ হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। আমরা যেকোনো মূল্যে তাকে দলে ফিরিয়ে আনতে চাই।’
এর আগে বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ।
বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন। তিনি বলেন, ‘আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। কোন দল থেকে করব—সেটা পরে জানাব।’
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) আসন থেকে নির্বাচন করতে পারেন। সেজন্য তিনি ইতোমধ্যে এই আসনের ভোটারও হয়েছেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধিত্ব করে তিনজন উপদেষ্টা সরকারে যোগ দেন। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ—প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
বিডি-প্রতিদিন/সুজন