মাদারীপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। এ বছর মোট ১২টি কলেজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
বিডি প্রতিদিন/আশিক