পরিবেশ রক্ষা ও পর্যটন এলাকার সৌন্দর্য ফিরিয়ে আনতে ও জনসাধারণকে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘ তাহিরপুর উপজেলা শাখা আয়োজন করে এক বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এ পরিচ্ছন্নতা অভিযান।
বসুন্ধরা শুভসংঘ তাহিরপুর উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি গোলাম সরোয়ার লিটনের নেতৃত্বে এতে বসুন্ধরা শুভসংঘের সদস্য, স্থানীয় শিক্ষার্থী, সমাজকর্মী, সংবাদকর্মী ও বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় সমাজকর্মী সারওয়ার ইবনে গিয়াস বলেন, “ছোট কাজে বৃহৎ বার্তা। দুর্গম ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনেকেই এই মহতী উদ্যোগে অংশ নিয়েছেন। আশা করি, পর্যটক ও সংশ্লিষ্ট সবাই সচেতন হবেন পরিবেশ রক্ষা ও সংরক্ষণে। বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন অনুকরণীয় কর্মসূচির জন্য।”
শুভসংঘের সদস্য সানিকা রিচিল জানান, “দুর্গম এ অঞ্চলে বসুন্ধরা শুভসংঘ নিয়মিত নানা কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশ রক্ষা, মানবিক সেবা, সামাজিক উন্নয়ন ও সচেতনতা সৃষ্টিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।”
অংশগ্রহণকারী রেক্সোনা নকরেক বলেন, “শুভ কাজের মাধ্যমে সমাজে পরিচ্ছন্নতা, আনন্দ ও শান্তির বার্তা পৌঁছে দিতে চাই আমরা।”
সংবাদকর্মী কামাল হোসেন বলেন, “বসুন্ধরা শুভসংঘের এমন ইতিবাচক উদ্যোগ তরুণদের অনুপ্রাণিত করবে। এতে পর্যটক, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।”
বসুন্ধরা শুভসংঘ তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপম আখঞ্জি বলেন, “আমরা ভালো কাজে আরও সক্রিয় হব। সৃজনশীল উদ্যোগের মাধ্যমে তরুণ ও ছাত্রদের অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য।”
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রেমিতা নকরেক, রেক্সোনা নকরেক, সানিকা রিচিল, ক্লান্তি তেজু, সিলভিনা নাপাক, চিশতি মানকি, আব্দুল হান্নান প্রমুখ।
বারেকটিলার নৈসর্গিক সৌন্দর্যকে অমলিন রাখতে শুভসংঘের এই পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যটন নির্ভর এলাকাগুলোতে সচেতনতার বার্তা পৌঁছে যাবে বলে আশা করছেন আয়োজকরা।
বিডি-প্রতিদিন/তানিয়া