মুন্সিগঞ্জের শ্রীনগরে খিচুড়ি খাওয়া কেন্দ্র করে রেস্টুরেন্টে ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগর-দোহার সড়কের কয়কীর্ত্তন এলাকায় খিচুড়ি ঘর নামক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, সোমবার ওই রেস্টুরেন্টে তিন প্যাকেট খিচুড়ি পার্সেল নেয় এক ব্যক্তি। প্রতিষ্ঠানটির ম্যানেজার ৪৫০ টাকা দাম থেকে ৫০ টাকা কম রাখেন। তাতে সন্তুষ্ট না হয়ে ক্রেতা উচ্চবাচ্য করে চলে যান। পরদিন সন্ধ্যায় সেখানে যায় বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম হোসেন (৪০), বাবু মোল্লা (৩৬) ও জাকির মোল্লাসহ (৩৮) বেশ কয়েকজন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম পিস্তল বের করে ফাঁকা গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলার দেউলভোগ গ্রামের বুলেট (৩৫) শ্রীনগর থানায় অভিযোগ করেছেন। সেখানে তিনি নিজেকে যুবদলের কর্মী উল্লেখ করে বলেন, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা রেস্টুরেন্টে তাকে পিস্তলসদৃশ বস্তু দিয়ে হত্যার চেষ্টা করে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।