সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ধানের শীষ বিজয়ী হলে দেশে উন্নয়ন হয়। হাওর অঞ্চলে রাস্তাঘাট, সেতু নির্মিত হয়। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তারেক রহমানের হাতে দেশের নেতৃত্ব তুলে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফেন্দী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও আজাদুর রহমান বাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি