ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাটিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এ সময় মাজেদ বাবু বলেন, বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, যতবার গণতন্ত্র হারিয়েছে, এই বাংলাদেশ যতবার স্বৈরাচারের কবলে পড়েছে, ততবারই এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জনগণের পাশে দাঁড়িয়ে বেগম জিয়া বলেছেন, ‘বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশ ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নাই। আমি বাংলাদেশের মানুষের সাথে বাঁচতে চাই। আমি যদি মারা যাই, বাংলাদেশে আমার অসংখ্য নেতাকর্মী, আমার অসংখ্য ভালোবাসার মানুষ ও জনগণকে নিয়ে আমি মরতে চাই।’
তিনি আরও বলেন, আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, দোয়া চাই।
বিএনপির এই প্রার্থী বলেন, আজকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়ে গেছে। নির্বাচন অতি সন্নিকটে। বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। আমি ধানের শীষের মনোনয়ন পেয়েছি। আপনারা প্রতিটি মানুষের কাছে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ধানের শীষের সালাম পৌঁছাবেন এবং ভোট নিশ্চিত করবেন-এই প্রত্যাশা। আর বসে থাকার সময় নাই। মানুষের কাছে চলে যাবেন, মানুষের কাছে ভোট চাইবেন।
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি আরও বলেন, ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত