সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেওয়া সিরীয় সেনাদের ভিডিও শেয়ার করে দেশটির সঙ্গে যুদ্ধের সম্ভাব্যতার কথা বলেন তিনি।
গত সোমবার দামেস্কে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের এক পর্যায়ে সেনারা স্লোগান দেন, “গাজা, গাজা, গাজা, আমাদের স্লোগান, রাত-দিন, বোমা ও ধ্বংস। আমরা তোমাদের দিকে আসছি, হে শত্রু, আসছি, আসছি; তুমি যদি আগুনের পাহাড়ও হও, আমি আমার রক্ত দিয়ে গোলাবারুদ বানাব, আর তোমার রক্ত দিয়ে নদী।”
কুচকাওয়াজে উপস্থিত ছিলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং অন্যান্য জ্যেষ্ঠ সিরিয়ান কর্মকর্তারা।
মঙ্গলবার ইসরায়েলের প্রবাস ও ইহুদিবিদ্বেষ মোকাবিলা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি একটি ডানপন্থী এক্স অ্যাকাউন্টে পোস্ট করা সেই স্লোগানের ভিডিওটি শেয়ার করেন। চিকলি পোস্টটিকে উদ্ধৃত করে ক্যাপশনে লিখেছেন, “যুদ্ধ অনিবার্য।”
গত বছরের ফেব্রুয়ারিতে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারাও এক সামরিক কুচকাওয়াজে স্লোগানটি ব্যবহার করেছিল।
সিরিয়ান গণমাধ্যম এনাব বালাদির তথ্যানুযায়ী, স্লোগানের কিছু অংশ আলজেরিয়ার সেনাবাহিনীও তাদের কুচকাওয়াজ ও প্রশিক্ষণে ব্যবহার করে।
বুধবার চিকলি এক্স-এ দীর্ঘ বার্তায় সিরিয়াকে ‘জিহাদি সন্ত্রাসের’ এর অভিযোগে অভিযুক্ত করেন।
তিনি লিখেছেন, “ইসরায়েলের উত্তর সীমান্তে এখন পূর্ণমাত্রার ইসলামি জিহাদি খেলাফত বসে আছে। এর ডালপালা গজালে ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকবে না। ৭ অক্টোবরের শিক্ষা প্রয়োগ করতে হবে: পশুটিকে এমন দানবে পরিণত হতে দিও না, যাতে তাকে আর স্পর্শ করা না যায়।”
ইসরায়েলের আর্মি রেডিও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ফুটেজটি নিয়ে বৈঠক করেছেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল। আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ায় তাদের দখলকৃত আরও সম্প্রসারিত করার চেষ্টায় রয়েছে দখলদার রাষ্ট্রটি। সূত্র: মিডল ইস্ট আই
বিডি প্রতিদিন/একেএ