রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া কালী মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এর আগে বুধবার সকাল থেকে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী গীতা পাঠে সমাধিনগর আর্য্যসংঘ পার্থসারথী মন্দিরের সেবক দীপক কুমার বিশ্বাস, নটাপাড়া গীতা স্কুলের শিক্ষক নিমাই চন্দ্র মন্ডলসহ গীতা স্কুলের শিক্ষার্থীবৃন্দ গীতা পাঠ করেন।
গীতাপাঠ থেকে গীতা স্কুলের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সুকুমার চন্দ্র সরকাকে মরণোত্তর সংবর্ধনা ও বর্তমান শিক্ষক নিমাই চন্দ্র মন্ডলকে সংবর্ধনা দেওয়া হয়।
যজ্ঞানুষ্ঠান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রুক্কিনী রঞ্জন বিশ্বাস বলেন, সবার শান্তি ও মঙ্গল কামনায় ১৮তম বার্ষিক মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এবার শীতবস্ত্র বিতরণ, গীতা স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমান শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা তাদের ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বৃহস্পতিবার ভোর থেকে মহানাম শুরু হয়ে রবিবার ভোরে এটি শেষ হবে। ওই দিন সন্ধ্যায় ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
তিনি আরও বলেন, এ বছর বাগেরহাটের আদি রামকৃষ্ণ ও দূর্গা প্রসন্ন সম্প্রদায়, খুলনার ব্রজের রাখাল সম্প্রদায়, মাগুরার রাই কিশোরী সম্প্রদায়, বরিশালের কুঞ্জু বিহারী সম্প্রদায়, সাতক্ষীরার রাধা রানী সম্প্রদায় একনাম পরিবেশন করবেন।
মহানামযজ্ঞ কমিটির উপদেষ্টা হরে কৃষ্ণ মন্ডল বলেন, এ বছর যজ্ঞানুষ্ঠানের মধ্যেই নটাপাড়া কালী মন্দিরের নব নির্মিত ভবন উদ্বোধন করা হবে। গীতাপাঠ থেকে শুরু করে ভোগ আরতি পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দের জন্য সার্বক্ষণিক প্রসাদের ব্যবস্থা রয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ