প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের বার্ষিক প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করে একটি বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।
স্থানীয় সময় ১০ ডিসেম্বর ভোটে ৩১২ জন আইনপ্রণেতা বিলের পক্ষে ভোট দেন। আর বিরোধিতা করেন ১১২ জন। বিলটি এখন সিনেটে পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহেই তা পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৬ অর্থবছরের জন্য অনুমোদিত এ ৯০১ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে যে প্রস্তাব দিয়েছিলেন, তার চেয়ে ৮ বিলিয়ন ডলার বেশি।
রবিবার প্রকাশিত ৩ হাজার ৮৬ পৃষ্ঠার এই বিস্তৃত বিলটিতে চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ‘জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন’ বিধান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি মার্কিন সেনাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রায় ৪ শতাংশ বেতন বৃদ্ধি এবং সামরিক ঘাঁটির বাসস্থানের উন্নয়নসহ একাধিক ব্যবস্থা রাখা হয়েছে।
রাশিয়ার আগ্রাসনের মুখে ইউরোপের প্রতিরক্ষায় ওয়াশিংটনের অঙ্গীকার আরও সুদৃঢ় করতে আইনপ্রণেতারা কয়েকটি ধারা যুক্ত করেছেন। এর মধ্যে রয়েছে- আগামী দুই বছরের প্রতিটিতে ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা। আরেকটি ধারা অনুযায়ী, ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ ছাড়া যুক্তরাষ্ট্রকে ইউরোপে ন্যূনতম ৭৬ হাজার সেনা ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম রাখা বাধ্যতামূলক।
তবে এ বছরের বিল থেকে ট্রাম্প সমালোচিত কয়েকটি কর্মসূচি বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে- বৈচিত্র্য, সমতা, অন্তর্ভুক্তি এবং জলবায়ুকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের ১৬০ কোটি ডলারের তহবিল।
বিলটি এখন সিনেটে যাবে ও আইনপ্রণেতারা ছুটিতে যাওয়ার আগে এটি পাস করার পরিকল্পনা করেছেন। পরে বিলটি হোয়াইট হাউসে পৌঁছালে প্রেসিডেন্ট ট্রাম্প এটি আইনে সই করবেন।
‘জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন’ বা এনডিএএ হলো- যুক্তরাষ্ট্রের অতি বিরল আইনগুলোর একটি, যা সাধারণত দ্বিদলীয় সমর্থন পেয়ে থাকে। ১৯৬১ সালে কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছরই এ বিল কংগ্রেসে পাস হয়েছে। তবে এ বছরের প্রক্রিয়া ছিল তুলনামূলক জটিল, কারণ রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সামরিক বাহিনী পরিচালনা নিয়ে ক্রমবর্ধমান টানাপোড়েন রয়েছে।
ভোটের আগে উভয় দলের সদস্যরা তাদের সহকর্মীদের আহ্বান জানান যে বিলের কিছু ধারা নিয়ে আপত্তি থাকলেও জাতীয় প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই আইনটিকে সমর্থন জানাতে হবে। সূত্র: ফক্সনিউজ, আনাদোলু এজেন্সি, সিনহুয়া, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ