মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মাদকের টাকার জন্য পরিবারের কাছে অর্থ না পেয়ে নিজের ঘরে আগুন দিয়েছেন মহসিন মাদবর নামে এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মহসিন মাদবর ওই গ্রামের হোসেন মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মহসিন মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের ঘরে আগুন লাগিয়ে দেন। স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের কয়েকটি আসবাবপত্র পুড়ে যায়।
এ ঘটনায় পরিবার ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক মো. জাহিদ হোসেন বলেন, মাদকাসক্ত এক যুবক মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তবে তাকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আশিক