‘আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে যান’ এবং ‘আপনার যা প্রয়োজন, এখান থেকে নিয়ে যান’ এমন বার্তায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখা প্রতিষ্ঠা করেছে মানবতার দেয়াল। বৃহস্পতিবার ঢাকার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের দ্বিতীয় গেটের পাশে এই মানবিক উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান শোভন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের সক্রিয় সদস্য আখতারুজ্জামান রিফাত, জুয়েল মিয়া, মিঠু দাস, আনোয়ার হোসেন প্রিন্স, আব্দুল মমিন, মাহবুবুর রহমান, মো. সম্রাট, আদিত্য মজুমদার, মো. ইব্রাহিম, মো. জুনায়েদ, মোহাম্মদ নাজমুল, সিয়াম হোসেন, হাফিজুল ইসলাম, মুনতাসির আহমেদ, মহাদেব কুমার ঘোষ, শরিফুল ইসলাম, অনিক হাসান, রবিউল ইসলাম, আশিকুজ্জামান বাপ্পি, রাব্বি হোসেন, শান্ত হাসান, হানিফ সরকার, মাসুদ রানা, হামজালা ইসলাম, মো. নাঈম এবং কলেজের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান শোভন বলেন, ‘শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি। শুভ কাজে সবার পাশে- এই মূলমন্ত্র নিয়ে শুভসংঘের সদস্যরা নতুন এবং অপ্রয়োজনীয় কাপড় এখানে ঝুলিয়ে দিয়েছেন। তরুণরাই পারে সমাজের পরিবর্তনের শক্তি হতে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মানবিক ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে পারব।’
সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, ‘গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ায় আমরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞ। এসব সমস্যার সমাধানে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না—নিজেদের উদ্যোগেই মানবিক সেবা বাড়াতে হবে। মানবতার দেয়াল তারই বাস্তব উদাহরণ।’
বসুন্ধরা শুভসংঘের এই ‘মানবতার দেয়াল’ কেবল পোশাক বিতরণ নয়- এটি তরুণ প্রজন্মের দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতার প্রকাশ। এটি সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে দয়া, ভালোবাসা ও সহযোগিতার মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছে।
বিডি-প্রতিদিন/তানিয়া