রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা চত্বরের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে মুক্তিযোদ্ধা ছাড়াও নিহতের স্বজন, রাজনৈতিক নেতা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।
এসময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেছেন, বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় হত্যার পরও পাঁচদিন পার হলেও, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, যুগ্ম আহ্বায়ক শাহজাহান প্রামানিক লেবু, সদস্যসচিব ফজলার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাতে তারাগঞ্জের রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তের হাতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুর্বণা রায়।
জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশের তদন্তের কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত খুনের রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/কামাল