ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক–কৃষাণীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা বীজ প্রত্যয়ন অফিসের হলরুমে কুমিল্লা অঞ্চলের টেকসই প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ অফিসার মুনসী তোফায়েল হোসেন এবং সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম। কৃষকদের টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে রিলে ক্রপিং, ভার্মি কম্পোস্ট, কৃষি প্রযুক্তি গ্রাম, ব্লক প্রদর্শনী, শস্য বিন্যাস পরিবর্তনসহ বিভিন্ন আধুনিক কৌশল তুলে ধরা হয়।
সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, মোট ১০ ব্যাচে এই প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রকল্পভুক্ত কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা প্রশিক্ষণ অফিসার মুনসী তোফায়েল হোসেন বলেন, আধুনিক কৃষি পদ্ধতি উৎপাদন খরচ কমায় এবং কৃষিকে আরও নিরাপদ ও লাভজনক করে।
সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমেনা বেগম ও তাহমিনা আক্তার। তালশহর পূর্ব ও রামরাইল ইউনিয়ন থেকে ৪০ জন কৃষক ও ২০ জন কৃষাণীসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আশিক