অসহায় ও জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে নিজস্ব অর্থায়নে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
গতকাল বুধবার বিকালে সদর উপজেলার চিনিপাড়া এলাকায় নবনির্মিত ৩ কক্ষ, দুই বাথরুম ও বারান্দাসহ দৃষ্টিনন্দন পাকা ওই ঘরটির উদ্বোধন করেন তিনি।
খাদিজাকে নতুন ঘর নির্মাণ করে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে দুলু বলেন, এই হাফেজা মানবেতর জীবনযাপন করছেন। তাই সমাজের বিত্তবানরা যেন এগিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, এবং মহেন্দ্রনগরের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম চানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খাদিজা খাতুন খুবই মানবেতর জীবনযাপন করছিলেন। এই নতুন ঘর পাওয়ায় তার জীবনে স্বস্তি ফিরেছে।
বিডি-প্রতিদিন/জামশেদ