সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম নজির মাঝি-পিয়ার খাতুন স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটন, ওয়ার্ড সদস্য জুলফিকার আলী ভুট্টু, সমাজসেবক আয়েন উদ্দিন খান ও নাসিম মাঝি।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান, গাইনি ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস জ্যোতি ও চক্ষু বিশেষজ্ঞ ডা. সুজিত কুমার সরকার পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে প্রাথমিক পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেন।
বিডি প্রতিদিন/কেএইচটি