ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন,‘সাংবাদিকরা পুলিশের থার্ড আই। পুলিশ–সাংবাদিক একসাথে কাজ করলে অপরাধ দমন আরও শক্তিশালী হবে।”
সাম্প্রতিক সময়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রবণতা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করাই তার প্রথম অগ্রাধিকার। গত নভেম্বরে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। পর্যালোচনায় দেখা গেছে গত তিন মাসে ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ বাড়তি। দ্রুতই অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে নামবে পুলিশ।
নবাগত পুলিশ সুপার আরও বলেন,মাদক, অস্ত্র, সন্ত্রাস, আধিপত্য বিস্তার, বালুমহালসহ সব ধরনের অপরাধ দমনে স্পেশাল ড্রাইভ শুরু হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম. রকীব উর রাজা, সদর মডেল থানার ওসি শহীদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
সভা শেষে প্রেসক্লাবের নেতারা নবাগত এসপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে স্মারকগ্রন্থ উপহার দেন।
বিডি-প্রতিদিন/আশফাক