আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রথম দফায় সম্ভাব্য ১৪০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গতকাল রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ান প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ সময় এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, জনগণের সমর্থন নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) জোট একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশকে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।
তিনি জানান, যে কোনো সময় এনপিপির নীতিনির্ধারণী ফোরাম প্রার্থীদের পরিবর্তন আনতে পারবেন এবং সভার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন। এর আগে ৬ ডিসেম্বর দলের প্রেসিডিয়ামের সভায় ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেদ্রীয় নেতা মো. আবদুল হাই মণ্ডল, মো. ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, এ কে এম মহিউদ্দিন আহমেদ বাবলু, ডা. আলতাফ হোসেন, মো. ইমরুল কায়েস, খোশাল খান, মির্জা হামিদুল ইসলাম প্রমুখ।