জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্পের’ শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি নীতিমালার শর্ত সংশোধনসহ তিন দফা দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আগামী সোমবার ভিসি ভবন ঘেরাওয়ের কর্মসূচির হুশিয়ারি দেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে প্রকাশিত আবাসন বৃত্তি নীতিমালায় সংযোজিত কয়েকটি শর্ত শিক্ষার্থীবান্ধব নয় এবং আর্থসামাজিক বাস্তবতা ও সমান শিক্ষাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। তারা দাবি করেন—১০ ডিসেম্বর স্মারকলিপি দেওয়ার পরও প্রশাসনের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পরও নীতিমালায় পরিবর্তন না আসায় তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি:
১. মেধাবী প্রকল্পের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীর মতো আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা।
২. আবাসন বৃত্তির নির্বাচনে ৭০% উপস্থিতি ও সিজিপিএ–ভিত্তিক শর্ত বাতিল করে বৃত্তিকে প্রয়োজনভিত্তিক রাখা।
৩. রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণ বাতিল করা।
বিডি প্রতিদিন/আশিক