সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে বরাবরের মতোই সহযোগিতার হাত বাড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর) ফকিরহাট উপজেলার তোয়েব আলীর বটতলা এলাকার শারীরিক প্রতিবন্ধী ও এতিম আব্দুল্লাহকে বিভিন্ন ব্যবসায়িক পণ্যসামগ্রী প্রদান করা হয়।
জন্মগত শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও কোন ব্যক্তির মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ছোট্ট একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন আব্দুল্লাহ। বর্তমান সমাজে সামান্য অসহায় হলেই অনেকেই অন্যের সাহায্যের দিকে তাকিয়ে থাকে—সেই বাস্তবতায় সম্পূর্ণ অক্ষম হয়েও নিজের ব্যবসার মাধ্যমে পরিবারের ভরণপোষণের চেষ্টা করা সত্যিই অনুকরণীয়। আর তার এই অদম্য সাহসিক যাত্রাকে আরও সহজ করতে বসুন্ধরা শুভসংঘ ব্যবসায়িক পণ্য দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়।
বসুন্ধরা শুভসংঘ তার বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে অসহায়, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে নিয়মিত ত্রাণ, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছে। তাদের এসব মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখছে।
ফকিরহাট উপজেলা শুভসংঘ শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাবু দুলাল কৃষ্ণ রাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শুভসংঘ সভাপতি বিপুল কান্তি চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নুর আলম, আবু বকর মোল্লা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের এক পর্যায়ে বসুন্ধরা শুভসংঘ, ফকিরহাট উপজেলা শাখার সভাপতি অনিমেষ কুমার মজুমদার শারীরিক প্রতিবন্ধী আব্দুল্লাহর হাতে ব্যবসায়িক পণ্য সামগ্রী তুলে দেন।
প্রধান অতিথি বাবু দুলাল কৃষ্ণ রাহা বলেন, শুভসংঘের এ ধরনের মানবিক কর্মসূচি সমাজে ভালো কাজে উৎসাহ যোগায়। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে দুস্থ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আব্দুল্লাহ বলেন, শুভসংঘের এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। তাদের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।
বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে—মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ প্রকাশ, আর সেই লক্ষ্যেই তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন জনপদে।
বিডি-প্রতিদিন/মাইনুল