ময়মনসিংহের হালুয়াঘাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে এক প্রাণবন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা মাদককে সমাজের জন্য এক মারাত্মক অভিশাপ উল্লেখ করে তরুণদের এ ভয়াবহতা থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি উন্নত সমাজ গঠনে যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কাজে যুক্ত করার ওপর জোর দেওয়া হয়।
সমাবেশের বিশেষ আকর্ষণ ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা জনাব আলীনূর খান। তিনি মাদকবিরোধী কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং যুবসমাজের ইতিবাচক ভূমিকা ও শুভসংঘের ধারাবাহিক কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন। সম্মাননা হিসেবে তাঁকে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন স্যারের একটি বই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শুভসংঘের সভাপতি জিহাদুজ্জামান শিহাব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাকরিয়া সিথী। আরও বক্তব্য দেন সহ-সভাপতি রবিউল হাসান, আল শাহরিয়ার বিবেক, আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক পলি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-তামিম।
এছাড়া উপস্থিত ছিলেন কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদিকা আফরিন কামিনী, কাসমিম আক্তার, সাহেরা সিদ্দিকা, জান্নাত জাহান যুথি, আরাফ তাসিন, ফাহিম ইসলাম শুভ, প্রচার সম্পাদক ওহেদুজ্জামান সাদমান, সুজিত, রায়হান খান পাঠান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাইয়াবাতুল জান্নাত উর্বশী, আখি, ফারজানা আক্তার এনি, সকাল, লামিয়া, জান্নাত, ঊর্মি, তানহা তায়েবা নুহা, এবং ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিফাতসহ সংগঠনের বিভিন্ন পদধারী ও সদস্যরা।
বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদকের বিস্তার পরিবার, তরুণ প্রজন্ম ও রাষ্ট্রের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধ্বংসাত্মক প্রবণতা রোধে তরুণদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। শুভসংঘের পক্ষ থেকে নিয়মিত সাংস্কৃতিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।
সমাবেশ শেষে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল