এক বোকা লোক একটা ছাগল নিয়ে যাচ্ছিল। আরেক বোকা বলল, ‘কিরে, ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছিস?’
: স্কুলে ভর্তি করাতে নিয়ে যাই।’
: আমাকে কি বোকা পেয়েছিস? ছাগলকে স্কুলে ভর্তি করাবি কীভাবে? আজ তো শুক্রবার!’
♦ ছেলে : বাবা, কাল রাতে যে বাজ পড়েছে তুমি শুনেছ?
বাবা : পড়েছে নাকি?
ছেলে : হ্যাঁ, সে কী বাজ! আওয়াজে কান বন্ধ হওয়ার দশা।
বাবা : তা হলে তুই আমাকে জাগালি না কেন? জানিস না, আমি বাজের শব্দে ঘুমাতে পারি না?
♦ পল্টু আর বল্টু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে। পল্টু চট করে এক মুঠো বালু বাঘের চোখে ছুড়ে দিয়ে বলল, ‘বল্টু, এই সুযোগে পালা!’
বল্টু : কী আশ্চর্য! বালু তো তুই ছুড়েছিস! আমি কেন পালাব?!
: আপনার স্ত্রীর অপারেশনে আমরা লোকাল অ্যানেসথেসিয়া ব্যবহার করব।
: ডাক্তার সাহেব, আমার টাকা-পয়সার অভাব নেই। আমার স্ত্রীকে লোকাল কিছু দেবেন না। যা দেবেন সব যেন ইমপোর্টেড হয়, প্লিজ।
: উপহার দেওয়ার মতো বই দেখান তো।
: কেমন, হালকা টাইপের?
: ওজন নিয়ে ভাববেন না, সঙ্গে গাড়ি নিয়ে এসেছি।
♦ এক লোক বসে খাবার খাচ্ছে গোগ্রাসে। একটু দূরে বসে আছে ক্ষুধার্ত বেড়াল। সে বলল:
-ম্যাও।
লোকটা নির্বিকার। বেড়াল আবার বলল, ম্যাও।
কোনো প্রতিক্রিয়া দেখাল না লোকটি। বেড়াল তখন মরিয়া হয়ে বলল, ‘এই যে ভাই, ম্যাও-ম্যাও! কথা কি কানে যাচ্ছে না? কানে শুনতে পান না?
-সংগ্রহ : হাসনা হেনা মরিয়ম, মনোহরদী, নরসিংদী