: শোনো, আমাকে বিয়ে করতে হলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে।
: যেমন?
: এই ধরো, রোজ সন্ধ্যার পর ক্লাবে যাওয়া বন্ধুবান্ধবের সঙ্গে অহেতুক আড্ডা, সিগারেট খাওয়া, রাতে নাক ডাকা, বোকার মতো টাকা খরচ করা, খামাখা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া। কী পারবে, এসব ত্যাগ করতে?
: দেখি, ভেবে দেখতে হবে।
পরদিন আবার দুজনের দেখা।
: কী ভেবেছ?
: আসলে একবারে তো আর সবকিছু ত্যাগ করা যায় না। একটু একটু করে আর কি। যেমন- প্রথমত একটা জিনিস ত্যাগ করেছি।
: কী?
: ইয়ে মানে... আপাতত বিয়ের চিন্তাটা।
♦ ম্যানেজার : তুমি নাকি আলমিরার চাবি আবারও হারিয়েছ?
কেরানি : জি স্যার।
ম্যানেজার : আগে একটা হারিয়েছিলে, তাই এবার তালার সঙ্গে দুটো চাবিই তোমাকে দিয়েছিলাম।
কেরানি : দুটোই হারাইনি স্যার! একটা মাত্র হারিয়েছি।
ম্যানেজার : তাহলে অন্যটা কোথায়?
কেরানি : হারিয়ে যাওয়ার ভয়ে আগে থেকেই সাবধান ছিলাম। তাই ওটা আলমিররার মধ্যেই সংরক্ষণ করে রেখেছিলাম।
♦ দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে-
প্রথম বন্ধু : আসলে তুই একটা ইঁদুর।
দ্বিতীয় বন্ধু : তোর এই কথাটা আমি মানতে পারলাম না। কারণ ইঁদুর হলে আমার বউ এত দিনে আমাকে দেখে ছুটে পালাতো। ইঁদুরকে ওর ভীষণ ভয়।
♦ মিজান : ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে উঠে ঘোড়ায় চড়ে বেড়াতে বের হই।
আরমান : লাভ হলো কিছু?
মিজান : ঘোড়ার ওজন ১০ কেজি কমে গেছে।
-সংগ্রহ : তাসনুভা নিশি, মিরপুর-১০, ঢাকা