♦ প্রথম বন্ধু : জানিস, একবার আমি আমাদের টিনের চালে উঠে আম পাড়তে গিয়ে চাল থেকে পড়ে গিয়েছিলাম।
দ্বিতীয় বন্ধু : পড়ে গিয়ে ব্যথা পাসনি?
প্রথম বন্ধু : অনেক আগের কথা, আমার এখন আর মনে নাই দোস্ত!
♦ ছেলে : বাবা, পোড়া আলু খেতে তোমার কেমন লাগে?
বাবা : কেন, ভালোই তো!
ছেলে : একটু আগে ম্যানেজার ফোন করেছিল। তোমার আলুর গুদামে আগুন লেগে সব আলু পুড়ে গেছে!
♦ টেস্ট ম্যাচে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করে যাচ্ছেন এক ব্যাটসম্যান। গ্যালারি থেকে বিপক্ষ দলের এক দর্শক চিৎকার করে বললেন, ‘কেউ ফায়ার ব্রিগেডে খবর দাও। ওকে মাঠ থেকে বের করতে হবে!’
♦ হাসান : তুই তোর বউয়ের সঙ্গে ঝগড়া করিস?
জুয়েল : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
হাসান : বলিস কী! তারপর?
জুয়েল : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। ভয়ের কিছু নেই।’
♦ প্রথম বন্ধু : আমার সিংহের মুখোমুখি হওয়ার ঘটনাটা কি তোকে বলেছি?
দ্বিতীয় বন্ধু : না! কী হয়েছিল রে?
প্রথম বন্ধু : কী আর বলবো, সঙ্গে বন্দুকও নেই, সিংহটাও সামনে গর্জাচ্ছে আর এগিয়ে আসছে ক্রমশ।
দ্বিতীয় বন্ধু : বলিস কি! তখন কী করলি তুই?
প্রথম বন্ধু : কেন, বানর দেখতে পাশের খাঁচায় চলে গেলাম।
♦ বাসা ছেড়ে দেওয়ার সময় বাড়িওয়ালা বলছেন ভাড়াটিয়াকে- ‘যাওয়ার আগে আমার বাসা ঠিক আগের মতো করে দিয়ে যাবেন।’
ভাড়াটিয়া : অবশ্যই। কিন্তু ২০০ তেলাপোকা, ৫০টি ইঁদুর আর হাজারখানেক উইপোকা আমি এখন কোথায় পাব, বলুন তো?
সংগ্রহ : রায়হান মাহিন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ