আমার এক ছোট ভাই বললো, সময়টাই এখন ভালো না। কী আর বলবো, করছি সোজা কাজ, ফলাফল পাচ্ছি উল্টো। যাকে বলে হিতে বিপরীত। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী? আমি বললাম, পরিত্রাণের রাস্তা পরে খোঁজা যাবে। আগে সমস্যাটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিতে চাই। দু-একটা ঘটনা একটু শোনা- যাতে বুঝতে পারি কী ধরনের হিতে বিপরীতের ঘটনা ঘটছে। ছোট ভাই বললো, বাজারে যাচ্ছিলাম। এমন সময় দেখি একটা সিএনজির চাকা গর্তে পড়ে গেছে। কোনোভাবেই উঠছে না বা উঠানো যাচ্ছে না। ভাবলাম একটা ভালো কাজ করি। এগিয়ে গেলাম। সিএনজির পেছনে হাত লাগিয়ে দিলাম ধাক্কা। এরপর যখন গর্ত থেকে সিএনজির চাকা উঠি উঠি করে, তখন জোর বাড়ালাম। মানে আরও জোরে ধাক্কা দিলাম আরকি। হঠাৎ হাত একটু নড়ে গেল। মানে ধরেছিলাম পেছনের রডে, কিন্তু হাত নড়ে যাওয়ার কারণে সেই হাত গিয়ে লাগলো সিএনজির গায়ে যে সবুজ রঙের প্লাস্টিকটা থাকে, সেই প্লাস্টিকে। যেহেতু জোরে ধাক্কা দিচ্ছিলাম, হাতে তখন ম্যালা জোর, তাই হাতটা ঢুকে গেল প্লাস্টিকের ভিতরে। মোটকথা প্লাস্টিক ছিঁড়ে গেল আরকি। এবার সিএনজিওয়ালার ধমকাধমকি দেখে কে! বেচারার সিএনজির বডির প্লাস্টিক ছিঁড়েছি, ধমকাবেই তো। এরই মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। সিএনজিতে যে যাত্রী ছিল, ওই ভদ্রলোক নেমে এলো তড়িঘড়ি করে। তার অভিযোগ, সিএনজির ভিতরে আমার হাত ঢুকেছে, তার মানে আমার উদ্দেশ্য খারাপ। মানে আমি মালপত্র ছিনতাই করার কুমতলবে ভিতরে হাত ঢুকিয়ে থাকতে পারি। তবে উনি পুরোপুরি শিওর না। আমি বললাম, আপনি শিওর হন। যদি শিওর হতে পারেন আমি আসলেই ছিনতাইয়ের উদ্দেশ্যে হাত ঢুকিয়েছিলাম, তাহলে একটা মিসডকল দেবেন। আমি চলে আসবো। এই নেন আমার কার্ড। ছোট ভাইয়ের কথা শুনে আমি স্বীকার করলাম, মাঝেমধ্যে হিতে বিপরীতের ঘটনা ঘটতেই পারে। এই যন্ত্রণা আমার পিছু ছাড়ছে না। গতকাল কী হয়েছে শোনেন। স্ত্রী কাপড় ইস্ত্রি করছিল। দেখলাম সে ঘেমে যাচ্ছে। আমি ভাবলাম একটু উপকার করি। বললাম, ইস্ত্রিটা আমার কাছে দাও। আমি কাজটা করে দিচ্ছি। এরপর শুরু করলাম ইস্ত্রি। স্ত্রী খুশি। আমিও খুশি তার কাজটা করে দিতে পেরে। কিন্তু যখন কাজটা শেষ হবে হবে করছে, ঠিক তখন আমার একটা ফোন আসলো। আমি রিসিভ করে কথা বলা শুরু করলাম এবং কথায় ডুবে গেলাম। এরপর থেকে আমি আর বাসায় ঢুকতে পারছি না। স্ত্রী ঢুকতে দিচ্ছে না। আমি অবাক হলাম, ফোনে কথা বললে বউ কেন বাসায় ঢুকতে দেবে না? দেশটা মগের মুল্লুক নাকি? ছোটভাই বললো, না, মানে কথার তালে পড়ে গরম ইস্ত্রি সরাতে ভুলে গিয়েছিলাম তো!
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
হিতে বিপরীত
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
সিএনজিতে যে যাত্রী ছিল, ওই ভদ্রলোক নেমে এলো তড়িঘড়ি করে। তার অভিযোগ, সিএনজির ভিতরে আমার হাত ঢুকেছে, মালপত্র ছিনতাইয়ের কুমতলব নাকি?