আবুধাবির ইয়াস মারিনা সার্কিটে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি'তে অংশ নিয়ে জীবনের সবচেয়ে বড় সাফল্য পেলেন বাংলাদেশের এক প্রবাসী। রবিবার প্রকাশিত ফলাফলে জানা গেছে, আজমানে কর্মরত বাংলাদেশি কাঠমিস্ত্রি মুহাম্মদ মহিন প্রথমবার বিগ টিকিট কিনেই জিতে নিয়েছেন আড়াই লাখ দিরহাম।
মহিনসহ নির্বাচিত কয়েকজনকে বিগ টিকিটের আয়োজনে ইয়াস মারিনা সার্কিটে বিশেষ ইয়টে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অংশগ্রহণকারীদের বলা হয়, মৌসুমের ফাইনাল ফর্মুলা ওয়ান রেসে প্রতিযোগিতা করা চালকদের মধ্যে একজনের নাম বেছে নিতে। পরে পাঁচটি নির্দিষ্ট পজিশন ঘোষণা করা হলে দেখা যায়, মহিন 'রেসিং বুলস' দলের লিয়াম লসনকে বেছে নিয়েছিলেন, তিনি রেস শেষ করেন ১৮তম হয়ে। আর সেই স্থানই ছিল বিজয়ী সংখ্যাগুলোর একটি। ফলে ভাগ্য সহায় হওয়ায় প্রথম চেষ্টাতেই তিনি জিতে নেন আড়াই লাখ দিরহাম।
মহিন জানান, তিনি এই টিকিটটি কিনেছিলেন আরও ৭২ জনের সঙ্গে মিলে। তাই পুরস্কারের টাকা সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। গালফ নিউজের সঙ্গে ইয়াস মারিনা সার্কিটে বিগ টিকিটের ইয়াটে আলাপকালে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমি কখনো ভাবিনি জিতব। গত ১০ বছর ধরে গ্রাঁ প্রি অনুসরণ করি। এবার প্রথমবার বিগ টিকিট কিনলাম, আর প্রথম চেষ্টাতেই জিতে গেলাম।
বিডি প্রতিদিন/নাজমুল